Site icon Jamuna Television

অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন বুবলী

অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন বুবলী

অল্প সময়ে নিজের প্রতিভা আর পরিশ্রমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন চিত্রনায়িকা শবনম বুবলী।

১৪ ফেব্রুয়ারি তিনি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তাকে গিটার বাজাতে দেখা যাচ্ছে। একজন সঙ্গীত প্রিয় মানুষ বলেই অবসরে তিরি আনমনে গান করেন আর গিটার বাজান। ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্যে নির্মিত ঐ ভিডিওটিতে তিনি তার ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।

বুবলী জানান, সিনেমার মানুষ হলেও মিউজিক ভীষণ পছন্দ করেন তিনি। বিশেষ করে বাদ্যযন্ত্র। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো তার খুব পছন্দের।

Exit mobile version