Site icon Jamuna Television

ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলছে নারকীয় আগ্রাসন

ইন্টারনেট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলছে নারকীয় আগ্রাসন

বিক্ষোভ দমনে ট্যাঙ্ক ও সাঁজোয়া যান মোতায়েন হয়েছে মিয়ানমারের রাস্তায়। রোববার রাতে আবারও দেশের বেশিরভাগ অঞ্চলে বিচ্ছিন্ন করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ।

ইয়াঙ্গুন, কাচিনসহ বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চালানো হয় অভিযান। কাচিনে এক বিক্ষোভে গুলি চালায় সেনারা। গুলিবিদ্ধ হন একজন। ৫ সাংবাদিকসহ আটক করা হয়েছে অনেককে।

এদিকে দমন-পীড়ন বন্ধে নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের দূতাবাসগুলো। জনগণের ওপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে মিয়ানমারের সেনারা-এমন মন্তব্য করেছে জাতিসংঘ। সামরিক বাহিনীর প্রতি নমনীয় আচরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের প্রতিবাদে গেলো ৯ দিন ধরে বিক্ষোভে উত্তাল মিয়ানমার।

Exit mobile version