Site icon Jamuna Television

জীবন যুদ্ধে হেরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া

জীবন যুদ্ধে হেরে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

অস্বাভাবিক ওজন নিয়ে অবশেষে মারা গেলেন ৩০২ কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। সোমবার রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

২০ বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করলেও ধীরে ধীরে বাড়তে থাকে মাখন মিয়ার ওজন। ৩০২ কেজি ওজন নিয়ে মানবেতর দিন কাটছিলো তার।

পরিবার জানায়, গেল কয়েকদিন ধরেই তিনি শ্বাসকষ্ট আর হৃদরোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে সোমবার রাতে মাখনকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে জরুরি বিভাগে নেয়া সম্ভব হয়নি তাকে। তাই বিভাগের গেইটে চিকিৎসা দেয়া হয়। সেখানেই মারা যান মাখন মিয়া।

Exit mobile version