Site icon Jamuna Television

সিলেটের জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

সিলেটের জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে দুপুরে গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকায় অভিযানে নামে পুলিশ ও বিজিবি। অভিযানের নেতৃত্ব দেন সহকারী ভূমি কমিশনার নূর হোসেন নির্ঝর। পরিবেশগত সংকটাপন্ন এলাকা জাফলং থেকে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর তোলার সময় ১২টি যন্ত্র আগুণ দিয়ে ধ্বংস করা হয়। এ কাজে জড়িত থাকার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানাও করে টাস্কফোর্স।

Exit mobile version