Site icon Jamuna Television

আজ সরস্বতী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করছেন ভক্তকুল। তবে এবার করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নেই বর্ণাঢ্য আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বল্প পরিসরে পূজার আয়োজন করা হয়েছে। শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলার দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা। অশুভ-অজ্ঞতা দূর করতে কল্যাণময়ী দেবীকে প্রণতি জানান তারা। হিন্দু ধর্ম মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক।

হিন্দু শাস্ত্রমতে প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রা কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে (পাণি) বীণা থাকে। এ জন্য তাকে বীণাপাণিও বলা হয়। তাকে ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসাবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন।

Exit mobile version