Site icon Jamuna Television

টেকনাফে ৮৯ হাজার ৫শ পিস ইয়াবাসহ নারী আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে সাড়ে ৮৯ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। নুর সেতারা (২১) নামে ওই নারী ওই এলাকার শাহদাত হোসেনের স্ত্রী।

সোমবার রাতে র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহছড়া এলাকায় একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে দরগাহছড়া এলাকায় শাহদাতের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এসময় দুই ব্যক্তি একটি থলেসহ পালিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। পরে থলের ভেতর থেকে ৮৯ হাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। মাদকসহ ধৃত নারীকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Exit mobile version