Site icon Jamuna Television

৫৯ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া, অপেক্ষায় বাংলাদেশিরা

মালয়েশিয়া প্রতিনিধি:

৫৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। দেশটিতে ২০১৯ সাল থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত অবৈধভাবে বসবাসসহ বিভিন্ন অপরাধে অভিবাসন বিভাগ ও পুলিশের অভিযানে বিভিন্ন দেশের মোট ৫৯,১১৪ জন অভিবাসীকে গ্রেফতার করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

তবে এখনও ডিটেনশন ক্যাম্পে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসী নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। করোনা পরিস্থিতির কারণে প্রত্যাবর্তন ব্যাহত হচ্ছে বলে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রী দাতুক হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে জানিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী আরও জানিয়েছেন, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের মোট ৩৭,০৩৮ জন অভিবাসীকে আটক করে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশের ৫৪৫০ জন, ইন্দোনেশিয়া ১৭,০০২ জন, মায়ানমার ৩,৩২২ জন, থাইল্যান্ড ২৩৫৮ জন এবং ১৪৯৩ জন পাকিস্তানেরসহ বাকিরা অনান্য দেশের নাগরিক।

Exit mobile version