Site icon Jamuna Television

দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় নিহত কমপক্ষে ৯

সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ সরকার সমর্থিত যোদ্ধা। সোমবার বিষয়টি নিশ্চিত করে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

বিবৃতিতে জানায়, রোববার রাত থেকেই কয়েকদফা সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় বিমান হামলা। নিহতরা সবাই ইরানের সমর্থনপুষ্ট এবং আরবীয় বংশোদ্ভূত নন। এর বেশি তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছে সংস্থাটি।

গোলান মালভূমি এলাকায় বিমান মহড়ার কথা স্বীকার করলেও সিরিয়ার ভূখণ্ডে কোনো হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইউএইচ/

Exit mobile version