Site icon Jamuna Television

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগে সড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীকে লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিআরটিসি বাস কাউন্টারের কর্মচারীদের বিরুদ্ধে। এর প্রতিবাদে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুলিশ অভিযুক্ত বাস কাউন্টার কর্মচারীকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দুই শিক্ষার্থী তৌফিকুল সজল ও ফারজানা আক্তার।

তারা টিকিট কাটার জন্য বিআরটিসির কাউন্টারে গেলে তাদের সাথে তর্কে জড়ায় কাউন্টারের কর্মচারী রফিক। এক পর্যায়ে সজলকে ছুরিকাঘাত করে সে। লাঞ্ছিত করা হয় ফারজানাকেও।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রূপাতলী এলাকা অবরোধ করে। ভাঙচুর করে বিআরটিসির কাউন্টার। পুলিশ কাউন্টার কর্মচারী রফিককে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

Exit mobile version