Site icon Jamuna Television

কঙ্গোয় লঞ্চডুবিতে মৃত্যু কমপক্ষে ৬০

আফ্রিকার দেশ কঙ্গোয় লঞ্চডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬০ আরোহী। সোমবারের এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ তিন শতাধিক মানুষ।

দেশটির মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, লঙ্গোলা একোতি অঞ্চলে হয় এ দুর্ঘটনা। এ সময় নৌযানটিতে ছিলেন কমপক্ষে ৭০০ আরোহী। তাৎক্ষণিক অভিযানে তিন শ’র মতো মানুষকে জীবিত উদ্ধার করা গেলেও বেশিরভাগ আরোহী নিখোঁজ রয়েছেন। তাদের অনুসন্ধানে অভিযান চলছে।

কর্তৃপক্ষের দাবি, রাজধানী থেকে ইকুয়াতোর প্রদেশের দিকে যাচ্ছিলো লঞ্চটি। পথেই রাতের বেলা ডোবে নৌযানটি। প্রাথমিকভাবে ধারণার তুলনায় অতিরিক্ত যাত্রী ও মাল বহন করার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ। তবে মূল কারণ অনুসন্ধানে চলছে তদন্ত।

ইউএইচ/

Exit mobile version