Site icon Jamuna Television

ভারতে যাত্রীবাহী বাস খালে পড়ে ৩২ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে ব্রিজ ভেঙ্গে বাস খালে পড়ে মারা গেছেন অন্তত ৩২ জন। মঙ্গলবারের দুর্ঘটনায় বাড়তে পারে আরও প্রাণহানি।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৬০ আরোহী নিয়ে সিধি শহর থেকে সাতনা’র দিকে যাচ্ছিলো বাসটি। সকাল সাড়ে ৭টা নাগাদ ব্রিজে উঠে নিয়ন্ত্রণ হারায় চালক। ব্যারিকেড ভেঙ্গে যানটি খালে পড়ে যায়। ৭ আরোহীকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয়রা। বাকিদের সন্ধানে চলছে তল্লাশি অভিযান।

এরইমাঝে রাজ্য সরকারের সাথে যোগাযোগ রেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইউএইচ/

Exit mobile version