Site icon Jamuna Television

আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে ইসি: রিজভী

আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে ইসি: রিজভী

দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়ে ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। এমন অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ।

নয়াপল্টনের কেন্ত্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে রিজভী আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের মতো পৌর নির্বাচনেও সীমাহীন ভোট কারচুপি করা হয়েছে। ইসি আর মাঠ পর্যায়ের প্রশাসনের সার্বিক সহায়তায় পৌর নির্বাচনের ভোট কারচুপি করেছে ক্ষমতাসীন দলের সমর্থকরা।

এছাড়া নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে আর কোন আগ্রহ নেই।

Exit mobile version