Site icon Jamuna Television

সরাইলে গাঁজাসহ মাদক পাচারকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড় থেকে গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মাদক পাচারকারীর শরীরে বিশেষ কায়দায় গাঁজা মোড়ানো ছিল।

আটককৃত মাদক পাচারকারী হলো, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার চাঁনপুর গ্রামের কুড়েপাড় এলাকার মৃত তোফা চানের ছেলে নুর চান (৬৮)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড় থেকে অভিনব পন্থায় মাদক পাচারকালে নুর চান নামের এক মাদক পাচারকারীকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাঁজার মূল্য প্রায় ২০ হাজার টাকা হবে।

ইউএইচ/

Exit mobile version