Site icon Jamuna Television

বুড়িগঙ্গা তীরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা তীরে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান

বুড়িগঙ্গা নদীর তীরের অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। শ্যামবাজার থেকে ফরাশগঞ্জ শশ্মানঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে অভিযান চালানো শুরু করে বিআইডব্লিউটিএ। অভিযানে নদীর সীমানা পিলারের মধ্যে অবস্থিত সব স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক গুলজার আলী। তিনি জানান, যেসব এলাকায় সীমানা পিলার স্থাপন হয়নি উচ্ছেদ শেষে পিলার স্থাপন করা হবে। কোথাও কোনভাবে যেন ভুল না হয় তাই ম্যাপ দেখে কাজ করা হচ্ছে। অভিযান শেষে কর্তৃপক্ষের মনিটরিং অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এছাড়া পিলার থেকে ১৫০ ফিটের মধ্যে স্থাপনা করতে হলে বিআইডব্লিউটিও ও রাজউকের অনাপত্তিপত্র নিতে হবে বলে জানান গুলজার আলী।

Exit mobile version