Site icon Jamuna Television

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে বাইডেনের প্রতিও ক্ষোভ প্রকাশ ইরানের

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছে তেহরান।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্পের পথেই হাঁটছেন বাইডেন। পরমাণু কর্মসূচি কমানো হলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে কোনো অগ্রগতি নেই মার্কিন প্রশাসনের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খতিবজাদা বলেন, ইরানের প্রতি নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্পের আমলে যেমন ছিলো তাদের নীতি এখনও তার কোনো পরিবর্তন দেখছি না। এটি সত্যিই লজ্জাজনক। প্রতিশ্রুতি অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে কাজ না করলে, পরমাণু কর্মসূচি ফের বাড়ানো হবে।

ইউএইচ/

Exit mobile version