Site icon Jamuna Television

চীনে নকল টিকা বানিয়ে বিক্রির অপরাধে গ্রেফতার এক

চীনে নকল টিকা বানিয়ে বিক্রির অপরাধে গ্রেফতার এক

নকল টিকা বানিয়ে বিক্রির অপরাধে চীনে গ্রেফতার হয়েছেন একজন। কং নামের ওই ব্যক্তি স্যালাইন ও পানি দিয়ে টিকা বানিয়ে লাখ লাখ ডলারে বিক্রি করেন।

প্রায় ৫৮ হাজার ডোজ নকল টিকা বানান তিনি। কং ও তার সঙ্গীরা গত বছর আগস্টের দিকে সিরিঞ্জ বোতলের ভেতর স্যালাইন ও মিনারেল ওয়াটার ভরে টিকা হিসেবে বাজারজাত করেন। আসল টিকার মোড়কের নকশাও নকল করেন।

এসব টিকা বিদেশেও পাচার করা হয়। এভাবে হাতিয়ে নেয় ২৭ লাখ ডলারের বেশি। এই নিয়ে টিকা সংক্রান্ত জালিয়াতির ঘটনায় ৭০ জনকে আটক করা হয় চীনে।

নকল টিকা তৈরি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে বেইজিং।

Exit mobile version