Site icon Jamuna Television

খোলা বাজারে ভোজ্য তেলের লিটার ১১৫ টাকা নির্ধারণ

খুচরা দোকানে ভোজ্য তেলের লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বোতলজাত ৫ লিটারের দাম পড়বে ৬৩০ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি মাসে দর পর্যালোচনা করবে জাতীয় কমিটি। প্রয়োজনে মূল্যও বেধে দেবে। এ সময় ভোক্তা স্বার্থের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। অপরিশোধিত সয়াবিন ও পামওয়েলের আমদানি শুল্ক ও ভ্যাট যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে এনবিআরকে অনুরোধ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। খুচরা পর্যায়ে প্রতি লিটার পামওয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১০৪ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে ১৩৫ টাকা।

মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দাম নিম্নমুখী হলে দেশের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

ইউএইচ/

Exit mobile version