Site icon Jamuna Television

চিলির লারাকিট নদীতে ভেসে উঠেছে হাজার হাজার টন মরা মাছ

চিলির লারাকিট নদীতে ভেসে উঠেছে হাজার হাজার টন মরা মাছ। সোমবার এই ঘটনাকে ঘিরে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

প্রশাসন বলছে, মৃত মাছের নমুনা পরীক্ষা করে কোনো বিষক্রিয়ার প্রমাণ মেলেনি। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার টন মরা মাছ উত্তোলন করা হয়েছে। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। তবে এতো বিপুল পরিমাণ মাছ কীভাবে মারা গেলো তার স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনও পাননি গবেষকরা।

প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই মাছগুলো মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দূষণের কারণে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে বিপুল পরিমাণ মাছ মারা যেতে পারে।

প্রশাসন জানায়, এই বছর এখন পর্যন্ত চিলির উপকূলীয় এলাকায় এক ডজনেরও বেশি বার ঘটেছে এমন ঘটনা।

ইউএইচ/

Exit mobile version