Site icon Jamuna Television

শিশু-কিশোরদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়েল শুরু

শিশু-কিশোরদের ওপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কতটা কার্যকর তা জানতে ট্রায়েল শুরু করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। প্রথম ধাপে অংশ নেয়া শিশু-কিশোরদের বয়স হবে ১২ থেকে ১৭ বছরের মধ্যে।

অক্সফোর্ড জানায়, চলতি মাসে পরীক্ষামূলক এই প্রয়োগে অংশ নেবে তিন শতাধিক শিশু। ধাপে ধাপে প্রয়োগ করা হবে দুই ডোজ ভ্যাকসিন। অক্সফোর্ড চায় এই বছরের মধ্যে তিনশো কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করতে। এছাড়া এপ্রিল পর্যন্ত প্রতি মাসে উৎপাদনের লক্ষ্যমাত্রা ২০ কোটি ডোজ।

এদিকে, মঙ্গলবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন জরুরি প্রয়োগের জন্য তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউএইচ/

Exit mobile version