Site icon Jamuna Television

দেশে সুন্দরভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে সুন্দরভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। ফাইল ছবি।

দেশে সুন্দরভাবে ভ্যাকসিন কার্যক্রম চলছে। টিকা নিতে আগ্রহীদের ভিড় বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার দুপুরে ঢাকা ডেন্টাল কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল, মুজিব কর্নারের উদ্বোধন ও অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মন্ত্রী জানান, ৬০০ হাসপাতালে ভ্যাকসিন দেয়া হচ্ছে। কাজ করছে ৪২ হাজার কর্মী। দেশে ভ্যাকসিনের কোন সংকট নেই, আগামীতেও হবে না।

অনুষ্ঠানে ঢাকামুখী মানুষের ভিড় কমাতে প্রতিটি জেলা হাসপাতালে পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট চালু করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Exit mobile version