Site icon Jamuna Television

দ্যা হানড্রেডের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন সাকিব ও তামিম সহ আরও ৬ বাংলাদেশি

ইংল্যান্ডের দ্যা হানড্রেডের প্লেয়ার্স ড্রাফটে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। সাকিব আল হাসান ও তামিম ইকবাল সহ এই ড্রাফটে জায়গা পেয়েছেন লিটন দাস, ইমরুল কায়েস, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও সৌম্য সরকার। ইংল্যান্ডের

ড্রাফটে সাকিব ও তামিমের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড। সাকিব-তামিম ছাড়াও এই ভিত্তিমূল্যে ড্রাফটে রয়েছেন ডেভিট ওয়ার্নার, বাবর আজম, নিকোলাস পুরান, কাইরন পোলার্ড, লকি ফার্গুসন, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা ও কুইন্টন ডি ককের মত বড় তারকারা।

সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার (২২ ফেব্রুয়ারি) দ্য হানড্রেডের দ্বিতীয় সংস্করণের ড্রাফট অনুষ্ঠিত হবে। এই ড্রাফটে মোট বিদেশি ক্রিকেটার রয়েছে মোট ২৫৪ জন। এদের মধ্য থেকে দল পাবেন মাত্র ৭ জন। আর ইংল্যান্ডের ২৫২ জন ক্রিকেটারের মধ্যে দল পাবেন ২৮ জন।

Exit mobile version