Site icon Jamuna Television

স্বামী স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে নিহত ১, আহত ১

স্বামী স্ত্রীর মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর ৪ নং ওয়ার্ডের সারদাগঞ্জ গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, সারদাগঞ্জের জসীম উদ্দিন মাতাব্বরের ভাড়া বাড়ীতে স্বামী আতাউর রহমান ও স্ত্রী মোমেনা বেগমের মধ্যে ঝগড়া শুরু হলে পাশের ভাড়াটিয়া শফিকুল ইসলাম তাদের মারপিট থামাতে যায়। এসময় তারা উত্তেজিত হয়ে শফিকুলকে ছুরিকাঘাত করলে ঘটনা স্থলেই শফিকুল নিহত হয়।

সেইসাথে, শফিকুলকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত তার শ্যালক। আহত শ্যালক বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছে। শফিকুল রংপুর জেলার পীরগাছা থানার পশ্চিম পাটের শিকার গ্রামের আবু বকর ও রাবেয়া আক্তারের ছেলে।

এ ঘটনায়, স্বামী-স্ত্রীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ। তাদের উভয়ের বাড়ী পীরগাছা থানার রংপুর জেলায় বাড়ী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

Exit mobile version