Site icon Jamuna Television

প্রিন্স ফিলিপ অসুস্থ, হাসপাতালে ভর্তি

প্রিন্স ফিলিপ অসুস্থ, হাসপাতালে ভর্তি

অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপকে। বুধবার এ তথ্য জানায় বাকিংহাম প্যালেস।

বিবৃতিতে বলা হয়, বার্ধক্যজনিত সমস্যার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিং অ্যাডওয়ার্ড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এ সময় নিজ গাড়িতে করেই হাসপাতালে নেয়া হয় তাকে।

চিকিৎসকের পরামর্শে আগামী কয়েকদিন হাসপাতালেই থাকবেন তিনি।

বাকিংহাম প্যালেস জানায়, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন তিনি। তবে করোনা সম্পৃক্ত কোন জটিলতা নেই বলেও জানানো হয়। গেলো মাসে করোনার ভ্যাকসিন নিয়েছেন, ৯৪ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ৯৯ বছর বয়সী প্রিন্স ফিলিপ দম্পতি।

Exit mobile version