Site icon Jamuna Television

অগ্নুৎপাত শুরু হয়েছে ইতালির মাউন্ট ইটনা আগ্নিয়গিরি থেকে

অগ্নুৎপাত শুরু হয়েছে ইতালির মাউন্ট ইটনা আগ্নিয়গিরি থেকে

ইতালির মাউন্ট ইটনা আগ্নিয়গিরি থেকে শুরু হয়েছে অগ্নুৎপাত। তীব্র ধোঁয়া এবং ছাইতে ছেয়ে গেছে আশপাশের গোটা শহর। এজন্য বন্ধ করে দেয়া হয়েছে কাতানিয়া বিমানবন্দর।

সিসিলিয়ান শহর থেকে ছড়িয়ে পড়া কমলা বর্ণের এই ধোয়ার কুন্ডুলির দৃশ্য ধারণ করছেন অনেকে। সমতল থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরি বছরে বেশ কয়েকবার সক্রিয় হয়ে ওঠে। লাভা ছড়িয়ে পড়ে ভূমধ্যসাগরের উপকূলীয় অঞ্চল পর্যন্ত।

রাতের আধারে সক্রিয় এই আগ্নেয়গিরি দেখতে ভীড় জমান পর্যটকরাও। সব শেষ আগ্নেয়গিরিটি থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিলো ১৯৯২ সালে।

Exit mobile version