Site icon Jamuna Television

সাদা ফেনায় ছেয়ে গেছে আয়ারল্যান্ডের একটি গ্রাম

সাদা ফেনায় ছেয়ে গেছে আয়ারল্যান্ডের একটি গ্রাম

সাদা ফেনায় ছেয়ে গেছে আয়ারল্যান্ডের পূর্ব উপকূলীয় বনমহা এলাকার পুরো একটি গ্রাম।

সমুদ্রে সৃষ্ট এই ফোম তীব্র বাতাসের ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘরে। এই দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈরি আবহাওয়ার কারণে প্রায়ই ঘটছে বিরল এমন ঘটনা।

দেশটির জাতীয় সমুদ্র গবেষণা বিভাগ বলছে, সমুদ্রে সৃষ্ট বায়ু এবং তরঙ্গের কারণে এমন ফেনা তৈরি হচ্ছে। পরে বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে গোটা এলাকায়। দু-একদিন পর এটি একাই বিলিন হয়ে যাবে।

Exit mobile version