Site icon Jamuna Television

করোনার ভ্যাকসিন নিতে অনীহা বেশিরভাগ মার্কিন সেনা সদস্যের

করোনার ভ্যাকসিন নিতে অনীহা বেশিরভাগ মার্কিন সেনা সদস্যের

করোনার ভ্যাকসিন নিতে অনীহা বেশিরভাগ মার্কিন সেনা সদস্যের। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এতে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর মাত্র এক-তৃতীয়াংশ সদস্য টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে। যাদের বেশিরভাগই বয়স্ক।

পেন্টাগনের বরাত দিয়ে এপি বলছে, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা আছে সেনাদের। তারা বলছেন, এতো দ্রুত যে টিকা আবিষ্কার হয়েছে তার কার্যকারিতা পর্যবেক্ষণ করতে চান। যদিও সরকারের তরফ থেকে চাপ রয়েছে। সেনাদের ভ্যাকসিন নেয়ার ছবি এবং ভিডিও প্রকাশের নির্দেশনাও দিয়েছে সরকার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জুলাই মাসের মধ্যে সব মার্কিনীকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে চায় তার সরকার।

এপির প্রতিবেদক ললিতা বাল্দোর বলেন, ভ্যাকসিনের পার্শ প্রতিক্রিয়া নিয়ে খুবই শঙ্কিত মার্কিন সেনারা। তারা মনে করছেন এতো দ্রুত উদ্ভাবিত টিকা হয়তো পুরোপুরি কার্যকর হবে না। তাই আরও অপেক্ষা করতে চান। তবে তরুণদের তুলনায় বয়স্ক সেনা সদস্যরা টিকা নিচ্ছেন। অনেকে মনে করছেন পদবী বাড়ানোর জন্য তারা টিকা গ্রহণ করছেন।

Exit mobile version