Site icon Jamuna Television

সারাদেশে হোটেল-রেস্টুরেন্টের খাবার নজরদারি করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ফাইল ছবি।

নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় শুধু ঢাকা নয়; সারাদেশের হোটেল রেস্তোরাগুলোতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। এছাড়াও প্রত্যান্ত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের ফলে মানুষের জীবন-মানের উন্নয়ন সাধিত হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া গবেষণা ছাড়া কোন বিষয়ে উৎকর্ষ সাধন করা যায় না। তাই খাদ্য উৎপাদন বাড়াতে সরকার গবেষণায় গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

Exit mobile version