Site icon Jamuna Television

শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলো ম্যানসিটি

ইংলিশ প্রিময়ার লিগ ফুটবলে এভারটনকে হারিয়ে শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। রাতে মাঠে নেমেই ৩২ মিনিটে ফিল ফোডেনের গোলে প্রথম লিড নেয় ম্যানসিটি। তবে মিনিট পাঁচেক পরেই সমতায় ফেরে এভারটন। ৩৭ মিনিটে দলের হয়ে স্কোর করেন রিচলিসন।

তবে দ্বিতীয়য়ার্ধে নিজেদের আরও আক্রমনাত্ব করে তোলে সিটিজেনরা। ৬৩ মিনিটে রিয়াদ মাহারেজ আর ৭৭ মিনিটে বার্নাডো সিলভাল দুর্দান্ত গোলো লিগে টানা ১৭তম জয় তুলে নেয় ম্যানসিটি।

যার ফলে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে যায় ম্যানসিটি। ফলে দুই নম্বরে থাকা ম্যানইউর চেয়ে এখন ১০ পয়েন্ট এগিয়ে ম্যানসিটি। সমান ২৪ ম্যাচ খেলে টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৬।

Exit mobile version