Site icon Jamuna Television

নিউজিল্যান্ড সফরের বাকি ক্রিকেটাররা টিকা নেবেন ২০ ফেব্রুয়ারি

নিউজিল্যান্ড সফরের সাথে করোনা টিকার বাধ্যবাধকতা নেই। তবুও দেশের আইকনিক ক্রিকেটাদের ভ্যাক্সিনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেছে বিসিবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে স্ব-স্ত্রীক করোনা টিকা নিতে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সৌম্য সরকার। তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ ও নাঈম শেখ। ছিলেন বোর্ড সভাপিতও। সবার আগে টিকা নেন সৌম্য সরকার। এর পর একে একে তামিম ইকবাল সহ বাকিরা। নিজেদের অভিজ্ঞতা জানিয়ে সবার কথা একটাই ভ্রান্ত ধারণা বাদ দিয়ে সরারই উচিত টিকা নেওয়া।

খেলোয়াড়দের সাথে সাথে করোনা টিকা নিয়েছেন জাতীয় দলের বিদেশী কোচিং স্টাফরাও। জাতীয় পরিচয় পত্র না থাকলেও বিশেষ বিবেচনায় টিকার আওতায় নিয়ে আসা হয়েছে রাসেল ডোমিঙ্গো, ওটিস গিবসন, জন লুইস, লিক লি সহ বাকিরা। এদিন ক্রিকেটারদের টিকা কার্যক্রম দেখতে আসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ড সফরের বাকি ক্রিকেটাররাও করোনা ভ্যাক্সিনের আওতায় আসবে। ২০ ফেব্রুয়ারি টিকা নেবে বাকি ক্রিকেটাররা।

Exit mobile version