Site icon Jamuna Television

২০ লক্ষ রুপিতে মুম্বাই ইন্ডিয়ান কিনেছে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারকে

চেন্নাইয়ে বৃহস্প্রতিবার বেলা তিনটায় শুরু হয় এবারের আইপিএলের নিলাম। এই নিলামে ভাগ্য নির্ধারণ হয় ২৯১ ক্রিকেটারের। এরই মধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে দলগুলি। তবে এই আইপিএল দিয়েই প্রফেশনাল ক্রিকেটে পাঁ রাখলেন ভারতীয় লিজেন্ড শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। শচীন পুত্রকে মুম্বাই ইন্ডিয়ান কিনেছে ২০ লক্ষ রুপিতে। তার ভিত্তি মুল্যও ছিলো ২০ লক্ষরুপি।

এর আগে মুম্বাই ইন্ডিয়ানের জার্সি গায়ে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিলেন অর্জুন। তবে সেখানে তেমন ভালো কোন পারফরমেন্সেস করতে পারেননি তিনি। দু্ভই ম্বেযাচে বল হাতে নিয়েছিলেন দুই উইকেট।

বিজয় হাজারে ট্রফির আগে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হওয়ায় মুম্বাইয়ের স্কোয়াড থেকে বাদ পড়েন অর্জুন। তবে নিলামের আগেই ঘরোয়া একটি ম্যাচ তিনি ৬ বলে ৫ ছক্কার পাশাপাশি ২টি উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেন।

Exit mobile version