Site icon Jamuna Television

কারও বাসার ব্যক্তিগত লোকও আ’লীগ উপ কমিটির মেম্বার: সিদ্দিকী নাজমুল

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন এবং বিজিএমইএ সভাপতি রুবানা হককে সদস্য হিসেবে রেখে সম্প্রতি আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে রাখা হয়েছে নতুন পুরনো অনেক নেতা কর্মীকেও। উপ কমিটি নিয়ে খুশি যেমন অনেকেই, তেমনি ক্ষুব্ধও অনেক নেতা। উপ কমিটি নিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তার নিজের ফেসবুক ওয়ালে একটা পোস্ট করেছেন।

পোস্টটি ছিলো- ”মাননীয়রা, আপনাদের উপ কমিটি দেওয়া শেষ হইলে দয়া করে একটা প্রেস রিলিজ দিয়া জানাইয়েন যে একটি সফল কর্মযজ্ঞের (চেইন অফ কমান্ড ভঙ্গের খেলা) সমাপ্তি হয়েছে। তাইলে আমরাও যারা আমকর্মী আছি অর্থাৎ অভিনন্দন পার্টি আমরাও আমাদের অভিনন্দন জানানো ক্ষান্ত দিতে পারবো। ক্লান্ত হয়ে যাচ্ছি অভিনন্দন জানাতে জানাতে।”

তিনি আরও লেখেন- ”নেতার নেতা, তার নেতা, নেতা, নেতার কর্মী, কর্মীর কর্মী, জীবনে প্রথম পদ ওয়ালাদের দেখতে দেখতে হ-য-ব-র-ল লাগতাছে। খালি একটা উদাহরণ দেই, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য লেবেলের একজন শিক্ষকও উপকমিটির মেম্বার। ছাত্রলীগের সাবেক সভাপতি/সাধারণ সম্পাদকও মেম্বার, আবার আমাদের দুই কমিটির পরের কমিটির নেতাও একই ক্যাটাগরির মেম্বার। আবার কারও কারও বাসার ব্যক্তিগত লোকও মেম্বার, আবার কারও কারও নিজের গ্রুপ ভারী করার জন্য ইউনিয়ন লেবেল থেকেও মেম্বার করেছেন।”

সবশেষে উপহাসের ভঙ্গিতে নাজমুল লেখেন, ”আমরা অভিনন্দন জানাতে জানাতে ক্লান্ত!!!!!! আবারও সবাইকে অভিনন্দন। কারণ দলীয় সিদ্ধান্ত অপছন্দ হইলেও মানতে বাধ্য।”

Exit mobile version