Site icon Jamuna Television

ধনী দেশগুলোতে প্রয়োজনের চেয়েও শত কোটি ডোজের বেশি টিকার মজুদ

করোনা: ইন-অ্যাক্টিভেটেড ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদনে প্রস্তুত চীন

প্রয়োজনের চেয়েও ১শ’ কোটি ডোজের বেশি কোভিড টিকা মজুদ করেছে ধনী দেশগুলো। বিপরীতে প্রয়োজনের তুলনায় কিছুই পাচ্ছে না গরীব দেশগুলো।

শুক্রবার দারিদ্রবিরোধী সংগঠন ওয়ান ক্যাম্পেইনের এক প্রতিবেদনে বলা হয়- এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া ও জাপানে টিকা মজুদ হয়েছে ৩শ’ কোটি ডোজের বেশি। শতভাগ জনগোষ্ঠীকে দু’ডোজ করে টিকা দিলেও এ মুহূর্তে ২০৬ কোটি ডোজের বেশি টিকার প্রয়োজন নেই দেশগুলোর।

ধনী দেশগুলোর এমন আচরণে দারিদ্র এবং নিরাময়যোগ্য রোগ- দুই’ই নির্মূল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলেও অভিযোগ ওয়ান ক্যাম্পেইনের।

একদিন আগেই জাতিসংঘ জানায়, করোনা প্রতিরোধে গেলো ক’মাসে উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ শতাংশই ১০টি ধনী দেশের কুক্ষিগত; বিপরীতে এক ডোজও পায়নি ১৩০টি দেশ।

Exit mobile version