Site icon Jamuna Television

আর্জেন্টিনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল

শি বিলিভস কাপ’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরলো বিশ্ব নারী ফুটবল। যেখানে চিরোপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল।

চার দলের এই টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হয় অংশগ্রহনকারীরা। ফ্লোরিডায় আসরের প্রথম ম্যাচে মার্তার ব্রাজিল ছিলো অপ্রতিরোধ্য। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন মার্তা নিজেই। ৪৭ মিনিটে দেবিনহার গোলের পর ৫৪ মিনিটে আদ্রিয়ানার গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় তাদের।

৬০ মিনিটে লারোকুয়েতে আর্জেন্টিনার হয়ে এক গোল শোধ করেন। অবশ্য ৮৪ মিনিটে গেসির গোলে ৪-১’র বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। আসরের বর্তমান ও সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র আরেক ম্যাচে কানাডাকে হারিয়েছে ১-০ গোলে।

Exit mobile version