Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর জনমুখী রাজনীতির কারণে বিএনপি নানা ইস্যুতে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়েছে: কাদের

প্রধানমন্ত্রীর জনমুখী রাজনীতির কারণে বিএনপি নানা ইস্যুতে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়েছে: কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির কারণে বিএনপি নানা ইস্যুতে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতাদের নানা অভিযোগের প্রেক্ষাপটে বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপি’র রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো। বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে গ্রাস করেছে।

বিএনপির তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

Exit mobile version