Site icon Jamuna Television

করোনায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু এক বছর কমে গেছে

করোনায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু এক বছর কমে গেছে

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু এক বছর কমে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিনীদের গড় আয়ুতে এতো বড় পরিবর্তন আর হয়নি।

বৃহস্পতিবার মার্কিন রোগ নিয়ন্ত্রক সংস্থা জানায়, ২০২০ সালে মার্কিনীদের গড় আয়ু দাঁড়ায় ৭৭ দশমিক ৮ বছরে। যা ২০১৯ সালে ছিল ৭৮ দশমিক ৮ বছর।

প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে পুরুষের তুলনায় নারীর প্রত্যাশিত গড় আয়ু ৫ বছর বেশি। করোনা পরিস্থিতিতেও নারীদের তুলনায় পুরুষের গড় আয়ু কমেছে বেশি। পুরুষের গড় আয়ু ১ দশমিক ২ বছর কমে হয়েছে ৭৫ দশমিক ১ বছর। নারীদের গড় আয়ু প্রায় এক বছর কমে হয়েছে ৮০ দশমিক ৫ বছর।

২০২০ সালে গড় আয়ু সবচেয়ে বেশি কমেছে আফ্রিকান আম্রিকানদের। ২ দশমিক ৭ বছর কমে গেছে তাদের গড় আয়ু।

শ্বেতাঙ্গদের তুলনায় এমনিতেই কৃষ্ণাঙ্গদের গড় আয়ু ৬ বছর কম। করোনায় আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৫ হাজারের বেশি মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ২০২০ সালে ৩০ লাখের বেশি মানুষের মৃত্যু হয় দেশটিতে।

Exit mobile version