Site icon Jamuna Television

বরিশালে ছাত্রাবাসে ঢুকে মারধর: দায়ীদের গ্রেফতারের আল্টিমেটাম শেষ

বরিশালে ছাত্রাবাসে ঢুকে মারধর: দায়ীদের গ্রেফতারের আল্টিমেটাম শেষ

বরিশালে ছাত্রাবাসে ঢুকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দায়ীদের গ্রেফতারের দাবিতে দেয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে বিকাল ৫টায়।

তবে এখনও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া নতুন করে কী ধরণের আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, হামলার ঘটনায় গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বন্দর থানায় একটি এজাহার দায়ের করেছে। এতে অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। পরিবহন শ্রমিকদের সাথে প্রথমে বাকবিতণ্ডা ও পরে মারামারি হয় মঙ্গলবার। পরে মেসে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। মারধরে আহত ১৩ ছাত্রকে ভর্তি করা হয় হাসপাতালে।

Exit mobile version