Site icon Jamuna Television

বাংলাদেশকে সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে: আমীর খসরু

বাংলাদেশকে সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে: আমীর খসরু

বাংলাদেশকে সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্রে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার সকালে নগরীর প্রেসক্লাবে দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে চট্টগ্রামের তিন সাংগঠনিক জেলা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আমীর খসরু অভিযোগ করেন, দেশের মানুষ এখন বিচার চাওয়ার অধিকার হারিয়ে ফেলেছে, যার উদাহরণ বিএনপি নেতা আসলাম চৌধুরী। গ্রেফতারের পর গত ৫ বছরে তাকে জামিন দেয়া হয়নি, উল্টো একে একে আরও শতাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে বলে অভিযোগ আমির খসরু মাহমুদ চৌধুরীর।

এছাড়া আল জাজিরার মতো দেশের গুম, খুন অত্যাচারের খবরও দেশে বিদেশে বেরিয়ে আসবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

Exit mobile version