Site icon Jamuna Television

কোম্পানীগঞ্জে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

কোম্পানীগঞ্জে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

শুক্রবার বিকেলে চাপরাশীহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী কাদের মির্জার সমর্থকরা বিক্ষোভ ও সমাবেশের ডাক দেয়। একইস্থানে মিছিল নিয়ে জড়ো হয় বাদলের অনুসারীরাও। এ সময় দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘসময় ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া।

সংঘর্ষের খবর শুনে কাদের মির্জা উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পরে গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয় নোয়াখালী সদর হাসপাতালে। এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদের মির্জা পুলিশের উপস্থিতিতে তার নেতাকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ করেন।

Exit mobile version