Site icon Jamuna Television

ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

ঝিনাইদহে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জের শিবনগরে মাদকাসক্ত বন্ধুর ছুরিকাঘাতে ইসরাফিল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী হিসেবে পরিচিত ইসরাফিল ও রানা। ঘটনার রাতে মাদক সেবন নিয়ে দুই বন্ধুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইসরাফিলের পেটে ছুরিকাঘাত করে রানা।

পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় রানাকে আটক করেছে পুলিশ।

Exit mobile version