Site icon Jamuna Television

বরিশালে শিক্ষার্থী-পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ

বরিশালে শিক্ষার্থী-পরিবহন শ্রমিকদের পাল্টাপাল্টি সড়ক অবরোধ

ছাত্রাবাসে ঢুকে মারধরের ঘটনায় জড়িত সকল পরিবহন শ্রমিককে গ্রেফতার দাবিতে আজও সড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী সড়কে অবস্থান নেন তারা। গাছের গুঁড়ি আর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয় সড়ক। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষার্থীদের।

এদিকে গভীর রাতে শিক্ষার্থী মারধরের এই মামলায় রনি ও ফিরোজ নামে দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

এরআগে, মঙ্গলবার বাকবিতণ্ডার জেরে ছাত্রবাসে ঢুকে হামলা চালানোর অভিযোগ ওঠে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। এতে আহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী।

অপরদিকে দুই সহকর্মী গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে পরিবহন শ্রমিকরাও। সকালে শহরের রুপাতলী বাসস্ট্যান্ড এলাকা অবরোধ করে তারা। এ সময় গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও বড় কর্মসূচির হুঁশিয়ারি পরিবহন শ্রমিকদের। দু’পক্ষের পাল্টাপাল্টি এই কর্মসূচি ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Exit mobile version