Site icon Jamuna Television

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে জাতি। তাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

শনিবার সকাল থেকে শহীদ মিনারে শেষ মুহূর্তের আলপনা দিচ্ছেন শিক্ষার্থীরা। ভাষা শহীদদের আবহ শৈল্পিক আঁচড়ে ফুটিয়ে তুলছেন শিল্পীরা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে সকালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন- (র‍্যাব) নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছে। ডগ স্কোয়াড দিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন তারা। এছাড়াও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

Exit mobile version