Site icon Jamuna Television

ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা, সব অর্জনেই বাঙালি সংগ্রাম করেছে: প্রধানমন্ত্রী

ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সব অর্জনেই বাঙ্গালীকে সংগ্রাম করতে হয়েছে: প্রধানমন্ত্রী

ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সব অর্জনেই বাঙালিকে সংগ্রাম করতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাতৃভাষায় কথা বলতে ভাষা শহীদদের রক্তের শপথ ছিলো বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার সকালে গণভবন থেকে একুশে পদক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পদক তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। অবদানের স্বীকৃতি স্বরূপ চলতি বছর একুশ জনের হাতে তুলে দেয়া হয়েছে এই পদক। স্বীকৃতি প্রাপ্তদের অনুসরণ করেও তরুণ প্রজন্ম দেশ ও জাতি গঠনে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version