Site icon Jamuna Television

ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ভিডিও প্রকাশ করলো চীন

চার সেনা মৃত্যুর তথ্য নিশ্চিতের পর লাদাখের গালোয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর সাথে সংঘর্ষের ভিডিও প্রকাশ করলো চীন।

চীনের দাবি, ভারতীয় সেনারা সীমান্তে অনুপ্রবেশ করার পরই শুরু হয় গণ্ডগোল। সার্বভৌমত্ব রক্ষা এবং বিদেশি সেনাদের ঠেকাতে ছিলো চীনা সেনাদের তৎপরতা। এসময়, তাদের হাতে ছিলো ব্যাটন এবং শিল্ড। এছাড়া, আলোর স্বল্পতার কারণে অনেকের হাতেই দেখা যায় ফ্ল্যাশ লাইট।

গেলো বছর জুনের ওই সংঘাতে, ২০ সেনা কর্মকর্তা ও জওয়ানের মৃত্যুর কথা জানিয়েছিলো নয়াদিল্লি। একইসাথে চীনের অন্তত ৩০ সেনা নিহতেরও দাবি করা হয়েছিলো। চার দশকে দুই প্রতিবেশীর মধ্যে এটা ছিলো সর্বোচ্চ প্রাণঘাতী সংঘর্ষ।

এদিকে, উভয়পক্ষ সমঝোতার মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সরিয়ে নিচ্ছে সেনা বহর।

ইউএইচ/

Exit mobile version