Site icon Jamuna Television

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া প্রতিনিধি:

২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও এপথে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

আখাউড়া স্থল বন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং ব্যবসায়ী রাজীব উদ্দিন ভূঁইয়া যমুনা টেলিভিশনকে জানান, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল রোববার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে মাছ রফতানির মধ্যদিয়ে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক হবে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান, আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ইউএইচ/

Exit mobile version