Site icon Jamuna Television

তালা ভেঙে হলে ঢুকেছে জাবির শিক্ষার্থীরা, প্রক্টরের পদত্যাগ দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ১০টি হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ছাত্রদের নিরাপত্তা অবহেলায় প্রক্টরের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে উত্তাল রয়েছে জাবি ক্যাম্পাস।

শনিবার দুপুরে প্রথমে আল বেরুনী হল ও মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন ছেলেরা। পরে মেয়েদের ৮টি হলের তালা ভাঙেন তারা।

এছাড়া শিক্ষার্থীরা গেরুয়া গ্রামের দিকের গেটটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়ার দাবি জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

এদিকে, অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version