Site icon Jamuna Television

জম্মু-কাশ্মিরে পুলিশ ও স্বাধীনতাকামীদের সংঘর্ষ, নিহত ৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পুলিশ ও স্বাধীনতাকামীদের পাল্টাপাল্টি সংঘর্ষে নিহত হয়েছে কমপক্ষে ৬ জন। শুক্রবারের হামলায় আরও দু’জন আহত হয়েছে।

রাজধানী শ্রীনগরের পুলিশ স্টেশনে হামলার ঘটনায় গুরুতর আহত হন ২ নিরাপত্তা সদস্য। হাসপাতালে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। হামলাকারীর সন্ধানে চলছে চিরুনি অভিযান। সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়েছে।

একইদিন, সোপিয়ান এলাকায় বিচ্ছিন্ন গোলাগুলিতে প্রাণ হারান এক পুলিশ কর্মকর্তা এবং ৩ সন্দেহভাজন অস্ত্রধারী। কোনো সশস্ত্র সংগঠন এখনো হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ২০ দেশের কূটনীতিকরা দু’দিনের উচ্চ পর্যায়ের আঞ্চলিক বৈঠক শেষের পরই দেশটিতে এমন হামলা হলো।

ইউএইচ/

Exit mobile version