Site icon Jamuna Television

আল জাজিরার প্রতিবেদন সরানোর কোন নির্দেশনাই পায়নি ফেসবুক

বাংলাদেশকে নিয়ে আল জাজিরার প্রতিবেদনটি সরাতে হাইকোর্টের কোন নির্দেশনা ফেসবুক পায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে বাংলাদেশকে নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার করা প্রতিবেদনটি সরাতে সম্মত হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ- শনিবার সন্ধ্যায় এমন তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মোস্তফা জব্বার জানিয়েছেন দ্রুতই এটি সরে যাবে। ইউটিউব থেকে এই প্রতিবেদন সরানোর বিষয়ে কথা চলছে। শনিবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে অর্ধেক খরচে বাংলা ভাষায় এসএমএস সেবা চালু করার অনুষ্ঠানে তিনি একথা জানান।

এ বিষয়ে ফেসবুক কমিউনিকেশন অফিসার সারাহ শারমিন জানান, আমরা বিটিআরসি’র কাছ থেকে আল জাজিরার ডকুমেন্টারি সরিয়ে নেয়ার জন্য হাইকোর্টের লিখিত কোনো নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোন বিবৃতি দেইনি।

Exit mobile version