Site icon Jamuna Television

নলকূপের পানি পানে একই পরিবারের ৬ জন হাসপাতালে

নলকূপের পানি পানে একই পরিবারের ৬ জন হাসপাতালে

নলকূপের পানি পান করে গাইবান্ধায় অসুস্থ হয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে ভর্তি। অসুস্থরা হলেন- ধনপতি চন্দ্র সরকার, তার মেয়ে সাগরিকা রানী, ছোট ভাই মাধব চন্দ্র সরকার, স্ত্রী কমলা রানী, ছেলে সাগর কুমার সরকার ও সাধন কুমার সরকার।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাদের গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অসুস্থরা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুরে খাওয়ার সময় বাড়ির উঠানের টিউবয়েলের পানি পান করে পরিবারের সদস্যরা। এরপর থেকে মাথা ঘোরাসহ হাত ও পায়ে দুর্বলতা অনুভব করে সবাই। সন্ধ্যার পর আরও বেশি অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে নিয়ে যায়।

পরে ঘটনাস্থল পরির্দশনসহ টিউবয়েলের পানি পরীক্ষার জন্য জেলা জনস্বাস্থ্য প্রকৌশলীকে ঘটনা অবগত করা হয়েছে।

Exit mobile version