Site icon Jamuna Television

কমলাপুরে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

কমলাপুরে আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুর এলাকার ইনসাফ আবাসিক হোটেল থেকে সেলিম নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।

শনিবার বেলা সাড়ে বারোটার দিকে হোটেলটির ২য় তলার ২০৮ নম্বর কক্ষে শায়িত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানায় পুলিশ।

নিহতের স্বজনরা জানান, তিনি ঢাকায় একটি চাকরির জন্য এসেছিলেন। ১৫ বছর আগে পুলিশে চাকরি করতেন তিনি। চাকরি ছেড়ে পরে গ্রামেই থাকতেন। তার গ্রামের বাড়ি নাটোর সদরের বাবলি গ্রামে।

Exit mobile version