Site icon Jamuna Television

একুশের প্রভাত ফেরিতেও মানুষের ঢল

একুশের প্রভাত ফেরিতেও মানুষের ঢল

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা মানুষের ফুলে ভরে উঠছে কেন্দ্রীয় শহীদ মিনার। ভোর থেকেই ভাইহারা গান গেয়ে খালি পায়ে প্রভাত ফেরিতে শামিল হন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

প্রথম প্রহরে রাষ্ট্র ও সরকার প্রধানসহ মন্ত্রী, সাংসদদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সবার জন্য উন্মুক্ত করা হয় কেন্দ্রীয় শহীদ বেদি। করোনার কারণে ভোরের দিকে সমাগম কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে প্রভাত ফেরিতে মানুষের ঢল।

এদিকে সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন, ভাষা গবেষণা বাড়ানোর দাবি জানিয়েছেন শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষেরা। বাংলা ভাষা চর্চার পাশাপাশি পৃথিবীর সব মাতৃভাষা রক্ষায় বাংলা ভাষাভাষি মানুষ নেতৃত্ব দিক এমন প্রত্যাশা করছেন সবাই।

Exit mobile version